• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ৩:৩৭

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের দায়ে সোহেল রানা (৩৬) নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মোছা. সালমা বেগম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা বগুড়া জেলা সদরের আসগোলা এলাকার মনসুর আলীর ছেলে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, আসামি এই মামলায় জেল হাজতে ছিলেন। তাকে হাজির করা হলে আদালত আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন

জানা গেছে, ২০২১ সালের ২২ জুন চন্দ্রা থেকে ওই তরুণী ট্রাকের পেছনে বসে সিরাজগঞ্জের চান্দাইকোনায় আসছিলেন। ট্রাকে আরও কয়েকজন যাত্রী ছিল। ট্রাকটি এলেঙ্গা এলাকায় আসার পর চালক ও হেলপার অন্যান্য যাত্রীদের নামিয়ে দিলেও ওই তরুণীকে নিয়ে রওনা দেয়।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক থেকে নেমে যাওয়া এক যাত্রী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটিকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু ট্রাকচালক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কড্ডার মোড় এলাকায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার ও চালককে আটক করা হয়।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675