• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:০০

‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার : ম্যাপ লেখনি প্রকাশনা সংস্থার উদ্যোগে বনশ্রী কার্যালয়ে কবি অনার্য অধীরের ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৪ টায় ,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের অগ্রগণ্য বুদ্ধিজীবী সৈয়দ মার্গুব মোর্শেদ। আলোচক হিসেবে বিশ্ব নাগরিক সমিতি বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর প্রীতি সারমান, বিশিস্ট শিক্ষাবিদ-কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল ও কবি কামাল বারি প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যাপ লেখনী প্রকাশনীর প্রকাশক ও কবি প্রসপারিনা সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার সংগঠক প্রফেসর ড. মু. নজরুল ইসলাম।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর ভাষণে বলেন, আমি বলবো— ‘সাবাস অধীর সাবাস’— যেখানে আমাদের দেশে পাঠকের সংখ্যাই আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে সেখানে কবির এ প্রকাশনাকে সাধুবাদ জানাতেই হয়। আমরা কবি অনার্য অধীরের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবো তিনি যেন অব্যাহতভাবে আমাদেরকে নতুন নতুন কাব্য উপহার দিয়ে ধন্য করেন ।আলোচকগণ কবি অনার্য অধীরের ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের ওপর আলোচনায় বলেন, কবি অনার্য অধীর নামটির মধ্যে যেমন কাব্যময়তা রয়েছে তেমনি ‘সাবাস মাধবী সাবাস’ কাব্যগ্রন্থের এ নামটির মধ্যেও কাব্যময়তা রয়েছে। আলোচকগণ আরও বলেন, কবি তাঁর রচনায় যথেষ্ট সারল্য এবং বুদ্ধিদীপ্ততার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। অত্যন্ত সার্থকভাবে নারীপ্রেমের মধ্য দিয়ে দেশাত্মপ্রেম বিধৃত হয়েছে কবির কবিতায়।
সাংস্কৃতিক পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন, শিল্পী স্নিগ্ধা দত্ত, পারুল বণিক ছোঁয়া প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675