• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিয়ানীবাজারে কৃষি জমির মাটি কাটায় একলক্ষ টাকা জরিমানা

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:২৪

বিয়ানীবাজারে কৃষি জমির মাটি কাটায় একলক্ষ টাকা জরিমানা

সিলেট ব্যুরো : সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় শেওলা ইউনিয়নের চারাবইয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে কামরান নামের এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

গত মঙ্গলবার(২৮ জানুয়ারি) এ জরিমানা করেন।বিয়ানীবাজার উপজেলার সহকারী ভূমি কমিশনার কাজী শারমিন নেওয়াজ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

জানা গেছে,অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে অন্যত্রে নিয়ে যাচ্ছেন।পরে সেখানে সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ এর নির্দেশে অভিযানে ২২/০১/২০২৫ইং তারিখ ৪নং শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চারাবই গ্রামে সহকারী ভূমি অফিস সার্ভেয়ারের চেইনম্যান আব্দুল ওয়াদুদ অভিযান পরিচালনা করেন। এসময় কামরান নামের ঐ ব্যক্তির ড্রাইভার এর কাছথেকে ভেকুমেশিন এর একটি ও ট্রলি গাড়ির দুইটি চাবি নিয়ে আসেন।এরপর গত ২৮ জানুয়ারি একলক্ষ টাকা জরিমানা দিয়ে রক্ষা পান কামরান নামের ব্যক্তি।

আরও পড়ুনঃ  দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড )কাজী শারমিন নেওয়াজ বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া টিলা/মাটি কাটার তৎপরতা দেখলে প্রশাসনকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675