সিলেট ব্যুরো : সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় শেওলা ইউনিয়নের চারাবইয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে কামরান নামের এক ব্যক্তিকে একলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
গত মঙ্গলবার(২৮ জানুয়ারি) এ জরিমানা করেন।বিয়ানীবাজার উপজেলার সহকারী ভূমি কমিশনার কাজী শারমিন নেওয়াজ।
জানা গেছে,অভিযুক্ত ব্যক্তি আবাদি জমির মাটি কেটে অন্যত্রে নিয়ে যাচ্ছেন।পরে সেখানে সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ এর নির্দেশে অভিযানে ২২/০১/২০২৫ইং তারিখ ৪নং শেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড চারাবই গ্রামে সহকারী ভূমি অফিস সার্ভেয়ারের চেইনম্যান আব্দুল ওয়াদুদ অভিযান পরিচালনা করেন। এসময় কামরান নামের ঐ ব্যক্তির ড্রাইভার এর কাছথেকে ভেকুমেশিন এর একটি ও ট্রলি গাড়ির দুইটি চাবি নিয়ে আসেন।এরপর গত ২৮ জানুয়ারি একলক্ষ টাকা জরিমানা দিয়ে রক্ষা পান কামরান নামের ব্যক্তি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড )কাজী শারমিন নেওয়াজ বলেন,জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া টিলা/মাটি কাটার তৎপরতা দেখলে প্রশাসনকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।