• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দেশপ্রেম জাগ্রত করে দেশকে এগিয়ে নিতে হবে:বিভাগীয় কমিশনার

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:৩৭

দেশপ্রেম জাগ্রত করে দেশকে এগিয়ে নিতে হবে:বিভাগীয় কমিশনার

সিলেট ব্যুরো : সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.রেজা উন নবী বলেছেন,আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে।রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে,আমরা যদি তা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমরা অনেক উন্নতি করতে পারব। আমাদের অন্যায়, অপরাধ, দূর্নীতি, অদক্ষতাকে পেছনে ফেলে নিজেদের ভেতরে দেশপ্রেম জাগ্রত করে দেশকে এগিয়ে নিতে হবে। যারা এতোদিন নিজের অবস্থান থেকে রাষ্ট্রের ক্ষতি করেছেন, রাষ্ট্র তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে।

আরও পড়ুনঃ  মান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

বুধবার (২৯জানুয়ারি) বেলা ২টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসন ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা,সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনোয়ার উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী,সাধারণ সম্পাদক লিলু মিয়া,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর জামায়াতে ইসলামীর আমীর এএইচমএম আখতার ফারুক, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675