স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ও জেলা বিএনপির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫ টায় নগরীর সোনাদীঘির মোড়ে পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ফিতা কেটে সকলকে মিষ্টিমুখ করান নেতকার্মীরা।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর আওয়ামী শাষন আমলে যে গনতন্ত্র হারিয়েছি, মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার সহ সকল অধিকার ফিরিয়ে আনতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আমরা আন্দোলন করেছি। তাই যতক্ষণ পর্যন্ত এই অধিকার গুলো আদায় হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে বিএনপি। এছাড়াও প্রধান কার্যালয়টি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। তাই এই নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।