ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার একটি বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক স্কুল শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম মো. ইলিয়াস চোকদার (৩৬)। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকূল গ্রামের বাসিন্দা মৃত হাকিম চোকদারের ছেলে।
মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের উদ্দেশে যাত্রা শুরু করে। এ শিক্ষা সফরের সব দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষক ইলিয়াস চোকদার। বিকেল তিনটার দিকে বাসটি পার্কের কাছাকাছি পৌঁছায়। ওই সময় গাড়িটি একটি উঁচু সেতুতে উঠতে গেলে শিক্ষক ইলিয়াস চোকদার গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
প্রথমে তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ভাঙ্গার কাছাকাছি পৌঁছালে তার শরীর নিস্তেজ হয়ে যায়। এ অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।