• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিক্ষাসফরে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিক্ষক

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৫:০৬

শিক্ষাসফরে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিক্ষক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার একটি বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক স্কুল শিক্ষক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম মো. ইলিয়াস চোকদার (৩৬)। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকূল গ্রামের বাসিন্দা মৃত হাকিম চোকদারের ছেলে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের উদ্দেশে যাত্রা শুরু করে। এ শিক্ষা সফরের সব দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষক ইলিয়াস চোকদার। বিকেল তিনটার দিকে বাসটি পার্কের কাছাকাছি পৌঁছায়। ওই সময় গাড়িটি একটি উঁচু সেতুতে উঠতে গেলে শিক্ষক ইলিয়াস চোকদার গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে গণসচেতনতার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

প্রথমে তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ভাঙ্গার কাছাকাছি পৌঁছালে তার শরীর নিস্তেজ হয়ে যায়। এ অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675