• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছাত্ররা নিজেরাই দল গঠন করবে: ড. ইউনূস

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ৫:২১

ছাত্ররা নিজেরাই দল গঠন করবে: ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি জানান, দল গঠনের লক্ষ্যে তারা দেশজুড়ে মানুষকে সংগঠিত করছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিতে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন ড. ইউনূস। সেখানে ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডিওন র‌্যাচম্যানের সঞ্চালনায় ‘র‌্যাচম্যান রিভিউ’ নামক এক পডকাস্টে তিনি এই তথ্য জানান। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কথোপকথনটি লিখিত আকারে প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে ঢাবিতে বিক্ষোভ

পডকাস্টে অধ্যাপক ইউনূস বলেন, “একটি সম্ভাবনা হলো, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। আমি যখন উপদেষ্টা পরিষদ গঠন করি, তখন তিনজন ছাত্রকে অন্তর্ভুক্ত করেছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশের জন্য ‘জীবন’ দিতে পারে, তাহলে তাঁরা উপদেষ্টা পরিষদে বসতে পারে। জীবন দেওয়ার জন্য কী করছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে, কেন আপনি আপনার–আমাদের নিজস্ব দল গঠন করেন না, আমরা একটা সুযোগ নেব। তারা বলেছে, আপনার কোনো সুযোগ নেই, এমনকি সংসদে আপনার একটিও আসন থাকবে না। কেন? কারণ, কেউ আপনাকে চেনে না। আমি তাদের বললাম, পুরো জাতি তাদের চেনে। তারা যা করতে চায়, সে বিষয়ে তাদের একটা সুযোগ দিই। সুতরাং, তারা এটা করবে।”

আরও পড়ুনঃ  ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল

তবে দল গঠনের প্রক্রিয়ায় চ্যালেঞ্জ থাকতেও পারে বলে মনে করেন ড. ইউনূস। তিনি বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তাঁরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না। এ ধরনের সুযোগ আছে, যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে।

সর্বশেষ সংবাদ

সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:২৬
ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675