বগুড়া প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি ও প্রসিদ্ধ নগরী মহাস্থানগড় পরিদর্শন করেছে ফ্রান্সের রাষ্ট্রদূত।
শুক্রবার দুপুরে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনে আসলে রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিকে শুভেচ্ছা জানানো শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সচিব মিঃ গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে মিঃ ব্যাপটিস্ট লেব্রেট, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডাইরেক্ট কোলিন রিফ্র্যাঙ্ক, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, কস্টডিয়ান রাজিয়া সুলতানা প্রমূখ।
মহাস্থান প্রত্নতাত্ত্বিক এলাকার দায়িত্বে থাকা কস্টডিয়ান রাজিয়া সুলতানা জানান, ফরাসি রাষ্ট্রদূত মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য আসেন।