• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সমস্যা সমাধান করে প্রসংসায় ভাসছেন তানোর ইউএনও

প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১০:১১

তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সমস্যা সমাধান করে প্রসংসায় ভাসছেন তানোর ইউএনও

সাইদ সাজু, তানোর: দেশের আইন যেন তার হাতে, এমন ভেবেই গ্রামবাসীর কথার তোয়াক্কা না করে শত বছরের রাস্তা কেটে পুকুর বানানো শুরু করেছিলেন মোজাহার আলী।গ্রামবাসী প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারেন। ঘটনাটি ঘটেছে রাজশাহী তানোর পৌরসভার ৯ নং ওয়ার্ড মাসিন্দা গ্রামে। চলতি মাসের (৩০ জানুয়ারি) বৃহস্প্রতিবার সারাদিন পৌরসভার পাঁকা রাস্তার এজিং কেটে গর্ত খোড়ার কাজ করছিলেন মাসিন্দা গ্রামের মৃত মেসের আলীর পুত্র আলহাজ্ব মোজাহার আলী(৫০)। পরে রাতে গ্রাম বাসী বিষয়টি টের পেয়ে বাধাঁ দেওয়ার চেষ্টা করলে উল্টো গ্রামবাসীকেই বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দেয় সেই মোজাহার আলী।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

গ্রামবাসীরা স্থানীয় গণমাধ্যম কর্মী ও ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করলে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন গণমাধ্যম কর্মীরা। গ্রামবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে মোজাহার আলী রাতেই কথা দেন সকালে এই গর্ত ভরাট করে দেয়ার। কিন্তু পরদিন ৩১ জানুয়ারি (শুক্রবার) আবারো সেই গর্ত করা জায়গাতে প্রায় ২০ টি নারিকেলের গাছ রোপন করার জন্য প্রস্তুতি নেন। বিষয়টি ইউএনওকে জানানো হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (পৌর প্রশাসক) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন সেখানে আগে থেকেই শতশত গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

ঘটনাস্থল পরিদর্শন ও গ্রামবাসীর কথা মতে সঙ্গে সঙ্গে তিনি নির্দেশনা দেন গর্তটি ভরাট করার জন্য এবং মোজাহার আলীকে ঘটনাস্থলে আসার জন্য ফোনে কথা বলেন ইউএনও। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হননি মোজাহার আলী। তবে, মোবাইল ফোনে মোজাহার আলীর সাথে কথা বলে পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেন যে এমন কাজ তিনি যদি আবারো করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তার উপস্থিতি ও সমিস্যা নিরসন করায় এলাকাবাসীর মানুষের কাছে প্রশংসায় ভাঁসছেন তিনি।

আরও পড়ুনঃ  বাগমারায় জামাত প্রার্থী আব্দুল বারীর গণসংযোগ, শুভযাত্রা

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক খাইরুল ইসলাম বলেন, তানোর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তবে সকলের সহযোগিতা কামনা করেছেন ইউএনও খাইরুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675