• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:১০

জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী নকআউট ভিত্তিক জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে দাবায় বিভিন্ন গ্রুপে ওয়েজ ফারুকী, আমির হামজা,ফারাবি রহমান,জাকিয়া জামান ও সুরুতি চক্রবরতি চ্যাম্পিয়ন হয়েছে। দিনব্যাপী নকআউট ভিত্তিক কাবাডি প্রতিযোগিতায় বালক বিভাগে দুর্গাপুর উপজেলা ২১-১৬ পয়েন্টে পবা উপজেলাকে ও বালিকা বিভাগে তানোর উপজেলা ১৯-১৬ পয়েন্টে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রতিযোগিতায় উপজেলা ও বোয়ালিয়া সদর থেকে বালক বিভাগে ১১ বালিকা বিভাগে ১১টি করে ২২টি দল অংশ গ্রহন করে। গতকাল সোমবার(৩ ফ্রেরুয়ারী) সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগীতা দুটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশসক(সার্বিক) মোঃ মহিনুল হাসান। এর আগে তিনি বলেন ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ার জন্য তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী জেলা পর্যায়ের কাবাডি ও দাবা প্রতিযোগিতার এই আয়োজন। তাই সকলকে খেলার নিয়ম কানুন মেনে চলতে হবে ও মাদক থেকে বিরত থাকতে হবে। জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে খেলা শেষে দুটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অনুষ্টানের প্রধান অতিথি জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার। এ সময় হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমানসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়েতে বগি ঘাটতি ২০টি ট্রেন কম ৩২ বগি

 

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675