• ঢাকা, বাংলাদেশ
  • ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হঠাৎ যুক্তরাষ্ট্রে অপু, ‘খুব মিস’ করছেন কাকে

প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩ ১১:১১

হঠাৎ যুক্তরাষ্ট্রে অপু, ‘খুব মিস’ করছেন কাকে

দেশের প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি। এর মধ্যে হঠাৎ অপু বিশ্বাসকে দেখা গেল ইউনিভার্সেল স্টুডিওতে। সেখান থেকে ফেসবুক লাইভ করছেন। বুঝতে বাকি রইল না, অপু এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একফাঁকে ঘুরতে যান সেখানকার ইউনিভার্সেল স্টুডিওতে। ভালো লাগার পাশাপাশি সেখানে গিয়ে তিনি তাঁর সবচেয়ে প্রিয়জনকে মিস করার অনুভূতি ফেসবুক লাইভে জানান।

আরও পড়ুনঃ  বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে

গত সপ্তাহের শেষ দিকে অপু বিশ্বাস লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে তিনি ডাউনটাউনের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। পরদিন সকালে ঘুরতে বের হন ইউনিভার্সেল স্টুডিও। ফেসবুক লাইভে অপু বিশ্বাস জানান, সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হচ্ছিল। তাই ইউনিভার্সেল স্টুডিও যাওয়ার ব্যাপারে সন্দিহান ছিলেন তিনি।

তারপরও একটা সময় ঠিকই ঘুরতে বের হন। একটা পর্যায়ে অপু ইউনিভার্সেল স্টুডিওতে গিয়ে তাঁর মুগ্ধতার কথা জানান। একই সঙ্গে তাঁর সবচেয়ে প্রিয়জনকে মিস করার কথাটিও ফেসবুক লাইভে বলেন এভাবে, ‘আমি খুব লাকি যে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে।

আরও পড়ুনঃ  হবু সন্তানের জন্য বড় সিদ্ধান্ত সিদ্ধার্থ-কিয়ারার

সিনেমার মানুষ হিসেবে এই জায়গায় আসাটা আরও বেশি ভালো লাগার। তবে খুব মিস করছি জয়কে (আব্রাহাম খান জয়)। বাবা, তুমি থাকলে বেশি ভালো লাগত আমার। ফার্স্ট টাইম মা এখানে, তাই বুঝতে পারিনি। আমি তোমাকে শিগগিরই নিয়ে আসব বাবা।’

ইউনিভার্সেল স্টুডিওর হ্যারি পটার শোরুমের পাশ দিয়ে যাওয়ার সময় অপু বলেন, ‘হ্যারি পটার আমার ছেলের অনেক প্রিয়। ও সঙ্গে থাকলে খুব ভালো লাগত।’

আরও পড়ুনঃ  মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’তে অংশ নিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন তারকা এখন লস অ্যাঞ্জেলেসে। সেখানকার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) উদ্যোগে হয় এই আয়োজন। ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে প্যারেড শো। এই আয়োজনের উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে ৯ মে লস অ্যাঞ্জেলেস ছাড়বেন অপু।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675