• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন করুনারত্নে

প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:২৪

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন করুনারত্নে

অনলাইন ডেস্ক : টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দিমুথ করুণারত্নে। আগামী ৬ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলব্নে লঙ্কান তারকা ওপেনার। অসিদের বিপক্ষে ম্যাচটি হবে তার ক্যারিয়ারে ১০০তম ম্যাচ।

করুনারত্নে অবসরের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত, ২০২৬ সালের মে মাস পর্যন্ত মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। অর্থাৎ করুণারত্নের মতো দীর্ঘ ফরম্যাটের বিশেষজ্ঞ ক্রিকেটারের জন্য খুব বেশি খেলার সুযোগ নেই জাতীয় দলের হয়ে। দ্বিতীয়ত, ৩৬ বছর বয়সী করুণারত্নে গত ১৪ মাস ধরে রান সংগ্রহ করতেও ব্যর্থ হচ্ছেন। ২০২৪ সালের শুরু থেকে তার গড় মাত্র ২৭.০৫। তৃতীয়ত, অসিদের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

নিজের অবসর নিয়ে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে করুণারত্নে বলেন, ‘তিন বা চারজন তরুণ খেলোয়াড় রয়েছেন, যারা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলে আসতে পারে। তাই অবসর নেওয়ার জন্য এটিই সঠিক সময়। তারপর এই ম্যাচ গলে হচ্ছে, যেখানে আমি অভিষেক ম্যাচ খেলেছিলাম। তাই সেখানেই (ক্যারিয়ার) শেষ করা ভালো হবে।’

আরও পড়ুনঃ  শুভকামনা জানালেন মাশরাফি

২০১২ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয়ে করুনারত্নের। সেই একই মাঠে খেলেই অবসর নিতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার। ২০১৪ সালে কিছু সময়ের জন্য দল থেকে বাদ দেওয়া হয় তাকে। এরপর খেলার ফিরে সেই বছরের শেষ দিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুুরি হাঁকান করুনারত্নে। এরপর থেকে মোটামুটি ধারাবাহিকভাবে দলে ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

লঙ্কান জার্সিতে ১৫টি শতক হাঁকিয়েছেন করুনারত্নে। ক্যারিয়ারের অন্তিম সময়ে এসেও দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসেবেই খেলেছেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675