• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫৬

বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আখতার জামীল।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, তরুণদের দৈহিক ও মানসিক বিকাশের জন্যই খেলাধুলা দরকার। এটি শাশ্বত সত্য। এ দেশ বদলাবে কারা? দেশ বদলাবে তরুণরা। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বই ও ২৪ এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলনেই ছিল তরুণরা। তরুণরাই দেশকে বদলাতে পারে, পৃথিবীকে বদলাতে পারে।
আখতার জামিল বলেন, একসময় ফুটবল খেলার উত্তেজনা সারাদেশে বিরাজ করত। বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপে ফুটবল খেলার উন্মাদনা বাড়লেও আমাদের দেশে সে খেলায় উন্মাদনা বাড়ছে না। বিগত সময়ে দেশে ফুটবল খেলা হলে দর্শক ভরপুর থাকত কিন্তু বর্তমানে দর্শক অনেক কমে গেছে। আমরা শুধু বিদেশীদের খেলা দেখছি কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা নিচ্ছি না।
তিনি আরও বলেন, মেয়েদের ক্ষেত্রে একটা ফ্লো তৈরি হয়েছে। তারা প্রতিটি খেলায় কৃতিত্বের সাথে জয়লাভ করছে অন্যদিকে ছেলেরা পিছিয়ে যাচ্ছে। সামনে উপস্থিত খেলোয়াড়দের বলব এটা ধরে রাখতে হবে। আমরা চাই শুধু সাফ গেমস না তোমরা বাংলাদেশের পতাকা উঁচিয়ে তুলবে, বিশ্বকাপ জিতবে। এ সময় তিনি খেলোয়াড়সহ তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন।
উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠাতব্য বিভাগীয় পর্যায়ের এই ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশনসহ বিভাগের ৮ জেলার বালক-বালিকাদের মোট ৯টি করে দল অংশগ্রহণ করছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675