গত বৃহস্পতিবার রাত থেকে নেট–দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। যেখানে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে ‘কাঁঠাল’ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিনেত্রীর হাতে ‘কাঁঠাল’ কেন, এ নিয়ে যেন চিন্তায় ঘুম হারাম অনেকের। এনডিটিভি অবলম্বনে ছবিতে জেনে নেওয়া যাক সানিয়ার ‘কাঁঠাল-রহস্য’।
‘দঙ্গল’ দিয়ে আলোচনায় আসার পর প্রেক্ষাগৃহ ও ওটিটিতে মুক্তি পাওয়া বেশ কয়েকটি আলোচিত ছবিতে দেখা গেছে সানিয়া মালহোত্রাকে। এর মধ্যে আছে ‘বাধাই হো’, ‘লুডো’, ‘পাগলায়িত’, ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’ ইত্যাদি। (ইনস্টাগ্রাম)
সানিয়া এখন আলোচনায় ‘কাঁঠাল’ নিয়ে! এই ‘কাঁঠাল’ আসলে তাঁর পরের সিনেমার নাম। ১৯ মে ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। গত বৃহস্পতিবার মুম্বাইতে ছিল ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। সেখানেই সানিয়াকে কাঁঠাল হাতে দেখা যায়, এরপরই ছবিটি ভাইরাল হয়। (ইনস্টাগ্রাম)
‘কাঁঠাল’ কমেডি ড্রামা ঘরানার সিনেমাটির পরিচালক যশোবর্ধন মিশ্র। এখানে সানিয়াকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে ৪. এক স্থানীয় রাজনীতিবিদ পুরস্কার হিসেবে কাঁঠাল দিয়েছিলেন কাউকে। কিন্তু সেই উপহার হারিয়ে গিয়েছে। তারই খোঁজ চলছে। খোঁজের ভার পড়েছে সানিয়া ওরফে ইন্সপেক্টর মহিমার ওপর—এই হলো ‘কাঁঠাল’ সিনেমার গল্প। (এএফপি)
ছবিতে সানিয়া মালহোত্রা ছাড়া আরও অভিনয় করেছেন অনন্ত যোশি, রাজপাল যাদব, বিজয় রাজ।