• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৮

রুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় হলো “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ পালিত হয়েছে জাতীয় গ্রন্থগার দিবস-২০২৫।

আরও পড়ুনঃ  বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। এতে অন্যান্যদের মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মো. মাহবুবুল আলম সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধানগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

র‌্যালিটি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় লাইব্রেরী চত্বরে এসে শেষ হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675