অনলাইন ডেস্ক : ‘আমরা চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকি। সেখানে চিঠির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় গুচ্ছে থাকার পক্ষে।’
বাধ্যতামূলক গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) একাডেমিক কাউন্সিল।
গুচ্ছে থাকতে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ভিসি দপ্তরে একাডেমিক কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে গুচ্ছে থাকাতে বাধ্যতামূলক চিঠির পরিপ্রেক্ষিতে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও গত ২০ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বাধ্যতামূলক গুচ্ছে থাকার বিষয় উল্লেখ করে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বলেন, আমরা চিঠির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকি। সেখানে চিঠির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় গুচ্ছে থাকার পক্ষে।