কামাল বারি
একটি দুটি ভুলের কঙ্কাল
তুমি ঘিলুর ভেতর ঢুকিয়ে নিলে;
তুমি হাঁটুর ঘিলু সর্বান্তরে
তারে পাঁজরে বাহিরে ছড়িয়ে দিলে…
সমগ্র ভুলে সাঁতরে তুমি দিগ্বিজয়ী…!
আপন কায়া দেখছো না তো— ক্ষীণদৃষ্টি…!
জটিল জলে ঘুরপাকে
যদিও সায় নেই;
পপিফুলের ভুলানি ঘ্রাণে
গ্রহণে কোনও দায় নেই…
ভুল মাতালের পদ্য-পুরাণে
ছয়ঋতু সমান যায় না যদিবা…
রসুন রুয়ে বর্গি ভুলাবে—
নাকি রসুইঘরের রাঁধুনি?
আশৈশব ভুল দান দিয়ে
তুমি না হয় থুড়ি দিচ্ছো!
থুড়ি দাও, জাতি,— থুড়ি দাও—
এবার তো দাও যথার্থ দান!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।