• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডেটিং অ্যাপসে ভরসা নেই

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩২

ডেটিং অ্যাপসে ভরসা নেই

অনলাইন ডেস্ক : মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভতু। ২০০৬ সালে ‘আউট অব সিলেবাস’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘এন্নু নিনতে মইদেন’, ‘চার্লি’সহ অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। তামিল ইন্ডাস্ট্রিতেও রয়েছে তাঁর সফল পদচারণ। ইরফান খানের সঙ্গে ‘কারিব কারিব সিঙ্গেল’সহ একাধিক হিন্দি প্রজেক্টেও দেখা দিয়েছে

শুধু একজন সফল অভিনেত্রী নয়, পার্বতী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নারীদের কণ্ঠস্বর হিসেবেও। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার তিনি। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলেন না পার্বতী। তবে সম্প্রতি ফিল্মফেয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে কিছু কথা প্রকাশ্যে এনেছেন।

আরও পড়ুনঃ  শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

পার্বতী জানিয়েছেন, একসময় মানসিক স্বাস্থ্য নিয়ে লড়াই করতে হয়েছে তাঁকে। নানা কারণে উদ্বিগ্ন থাকতেন। সেটা প্রভাব ফেলেছিল তাঁর কাজ ও আচরণে। অকারণে রেগে যেতেন। সেটা এতই প্রকট হয়েছিল যে হারাতে হয়েছিল এক প্রেমিককে। পার্বতী বলেন, ‘ওই সময় আমার জীবনে একজন চমৎকার মানুষ এসেছিল। কিন্তু আমি শর্ট টেম্পার ছিলাম, যা আমার সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল। অনেক বছর পর তার সঙ্গে দেখা করে ক্ষমাও চেয়েছিলাম। সেই অভিজ্ঞতা সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হতে শিখিয়েছে আমাকে।’

আরও পড়ুনঃ  ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

অভিনেত্রী জানিয়েছেন, সেই থেকে তিনি সাবেক প্রেমিকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখেন। তিন বছর ধরে সিঙ্গেল পার্বতী। তিনি কখনো সহ-অভিনেতা বা পরিচালকদের সঙ্গে প্রেম করেননি। তবে চলচ্চিত্রের কারিগরি দিকে যাঁরা জড়িত, এমন কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ  খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

ডেটিং অ্যাপস নিয়েও কথা বলেছেন পার্বতী। জানিয়েছেন, সম্পর্ক তৈরির জন্য এসব অ্যাপসে ভরসা নেই তাঁর। পার্বতী বলেন, ‘মাঝেমধ্যে আমি এসব ডেটিং অ্যাপসে যাই। কিন্তু এসব অ্যাপসে ভরসা নেই। বেশির ভাগ সময় নিজের অ্যাকাউন্ট সাসপেন্ড করে রাখি। কারণ, প্রেমের ক্ষেত্রে আমি অনেকটা সাবেকি ধারণায় বিশ্বাসী। পরস্পরকে ভালোভাবে জানার পর, চেনার পরই সম্পর্ক তৈরিতে বিশ্বাসী।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675