• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পীরগঞ্জে নারীকে হত্যা করে দুই টুকরা, দেড় মাস আগে খুন শিশুকন্যার লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১২

পীরগঞ্জে নারীকে হত্যা করে দুই টুকরা, দেড় মাস আগে খুন শিশুকন্যার লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।

রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675