• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, পাশেই পড়ে ছিল স্ত্রীর গলাকাটা লাশ

প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৫৩

ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, পাশেই পড়ে ছিল স্ত্রীর গলাকাটা লাশ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কোনাবাড়ির বাইমাইল (মধ্যপাড়া) এলাকায় ঘরের মেঝে থেকে স্ত্রীর এবং আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মৌ আক্তার বৃষ্টি (২০) ও তার স্বামী সোহাগ হোসেন (২৫)। মৌ আক্তার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সোহাগ হোসেন একই জেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ওই দম্পতি বাইমাইল এলাকায় বাসায় ভাড়া থাকতেন।

আরও পড়ুনঃ  শিশুদের হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের জন্য ভালোবাসা

বাড়িওয়ালার ছেলে দেওয়ান মোহাম্মদ রাসেল বলেন, দুপুর হয়ে গেলেও তাদের বাসার দরজা বন্ধ ছিল। অনেকবার ডাকাডাকির পরও দরজা না খোলায় ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে মেঝেতে স্ত্রীর মরদেহ এবং আড়ায় স্বামী সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুনঃ  বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা

মৌ আক্তার বৃষ্টির চাচা রতন মিয়া বলেন, “বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সোহাগ কোনাবাড়ি ব্র্যাক এনজিওতে হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে চাকরি করত। তাদের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ দেখিনি। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালো বুঝতে পারছি না।”

আরও পড়ুনঃ  আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, গলা কেটে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। সিআইডির ক্রাইম টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675