স্টাফ রিপোর্টার : ৯ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব’ ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহিদ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে জেলা পরিষদ সভাকক্ষে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহিদ পরিবার এর প্রত্যেক পরিবাকে ২ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।