অনলাইন ডেস্ক : এসএ টোয়েন্টির ফাইনালে সানরাউজার্স ইস্টার্ন কেপকে ৭৬ রানের ব্যবধানে হারিয়েছে এমআই কেপ টাউন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল রশিদ খানের দল। সেটাও দাপট দেখিয়ে, প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপার স্বাদ পেল তারা।
ফাইনালে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে কেপ টাউন। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি সানরাইজার্সরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে সানরাইজার্স। তাদের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন জন অ্যাবেল। এ ছাড়া টনি ডি জর্জি ২৩ বলে ২৬, ক্রিস্টান স্টাবস ১৫ বলে ১৫ রান করেন। বাকিদের কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি।
কেপ টাউনের হয়ে ২৫ রান খরচায় চার উইকেট নেন কাগিসো রাবাদা। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ড এবং জর্জ লিন্ডে। এ দিন চার ওভারে মাত্র ৯ রান খরচা করেন বোল্ট। লিন্ডে খরচা করেন ২০ রান।
এর আগে দুর্দান্ত শুরু করে কেপ টাউন। ওপেনিং জুটিতে তুলে ৫১ রান। ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান রায়ান রিকেলটন। তবে পরের ওভারেই ডাক মারেন রিজা হ্যান্ডরিকস। আরেক প্রান্তে খেলা ওপেনার র্যাসি ভ্যান ডার ডুসেন এ দিন একটু মন্থর গতিতে খেলেন। স্টাম্পিং হওয়ার আগে ২৫ বলে ২৩ রান করেন তিনি।
এরপর জর্জ লিন্ডেও ডুসেনের পথে হেটেছেন। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।। ১৪ বলে ২০ রান করেন তিনি। তবে শেষদিকে কনর এস্টারহুইজেন ২৬ বলে ৩৯ এবং ডিওয়াল্ড ব্রেভিস ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।