স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে বসত বাড়ির বাহির অংশে চালে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটায় দুষ্কৃতকারীরা।
অভিযোগ ও ভুক্তভুগি সূত্রে জানা যায়, মৌগাছি ইউনিয়নের ডুুমরিয়া গ্রামে রাতের আধারে নাজিমুদ্দিনের ছেলে আলামিনের বাড়ির বাইরের অংশ আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। আগুনে খড়ি ও পাশের গাছ পোড়ার গন্ধে বাড়ির ভিতর থেকে সকলে বের হয়ে আসে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা কয়েকটি মটার পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।