অনলাইন ডেস্ক : বিপিএলের শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। সেজন্য রোববার তারা ছুটে গিয়েছিলেন বরিশালের বেলস পার্কে। সেখানে দুপুরের পর বিপিএল শিরোপা উদযাপনের কথা ছিল তাদের।
তবে বেলস পার্কে এই শিরোপা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়নি। কারণ তামিমরা তিন-চার মিনিটের মধ্যেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। মঞ্চ ভেঙে সেই ক্ষোভও প্রকাশ করেন বেলসপর্কে উপস্থিতি হওয়া ফরচুন বরিশালের সমর্থকেরা।
কেন তামিমরা এত দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রতিটি খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে এক সঙ্গে এত মানুষ দেখিনি। কম করে হলেও আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখও প্রকাশ করেছেন তামিম। নিজের ফেসবুক পেজে ফরচুন বরিশাল অধিনায়ক লিখেছেন, ‘আমরা আপ্লুত ও দুঃখিত। আপ্লুত আপনাদের ভালোবাসা ও উন্মাদনা দেখে। লাখো মানুষের এমন জোয়ার জীবনে দেখিনি আমরা। দুঃখিত আপনাদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে না পেরে। তবে এবারই শেষ নয়। আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া সঙ্গে থাকলে, দেখা হবে আবার।’-ইত্তেফাক