• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভোলাহাটে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:০৯

ভোলাহাটে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা পরিষদের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধনী খেলা পোল্লাডাঙ্গা দ্বীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার(১০ ফেব্রুয়ারী ‘২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশ নেন, নাচোল বাংলাদেশ পুলিশ সার্ভিস ফুটবল দল বনাম পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল দল।

থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী সাবেক স্থানীয় এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার মোঃ আবু হানিফ।
অন্যান্যের মধ্যে পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল প্রতিযোগিতা কার্যকরী কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মেম্বার, সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সামিরুল ইসলাম গাজীসহ তার অন্যান্য সদস্যগণ।

আরও পড়ুনঃ  ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি, খেলাপ্রেমী উৎসুক হাজার হাজার জনতার ঢলের মাঝে টানটান উত্তেজনার মধ্যদিয়ে প্রায় হাফ যুগ পর ঐতিহ্যবাহী এই মাঠে দু’টি দলের খেলায় নাচোল বাংলাদেশ পুলিশ সার্ভিস ফুটবল দল ৪-০ গোলে স্বাগতিক পোল্লাডাঙ্গা স্বর্ণকাপ ফুটবল দলকে পরাজিত করে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিপক্ষে অভিষেকে নেমেই পাকিস্তানি ছেলের বিশ্বরেকর্ড

আগামীকাল মঙ্গলবার কোন খেলা নেই। পরের দিন ১২ ফেব্রুয়ারী শিবগঞ্জ উপজেলার চাকলা সূর্য তরুণ ক্লাব ফুটবল বনাম ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর ডিআরএস ফ্যাশন হাউস ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান ফুটবল প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম গাজী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675