• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টেইলর সুইফটকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৭

টেইলর সুইফটকে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : সুপার বোলের রাতে আলোচনার কেন্দ্রে ছিলেন টেইলর সুইফট, যিনি স্টেডিয়ামে ভক্তদের কাছ থেকে দুয়ো শুনেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প আবারও সোশ্যাল মিডিয়ায় তাকে কটাক্ষ করেছেন।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “কানসাস সিটি চিফসের চেয়ে কঠিন রাত কাটিয়েছে টেইলর সুইফট। তাকে স্টেডিয়াম থেকে দুয়ো দিয়ে বের করে দেওয়া হয়েছে। MAGA খুবই ক্ষমাহীন!”

আরও পড়ুনঃ  কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

পোস্টের সঙ্গে ট্রাম্প সুইফটকে দুয়ো দেওয়ার এবং নিজের ও মেয়ে ইভানকার স্টেডিয়ামে করতালির দুটি ভিডিও পাশাপাশি যুক্ত করেছেন।

ট্রাম্পের টেইলর সুইফট বিরোধ

২০১৯ সালে প্রাইড মান্থে টেইলর সুইফট ট্রাম্পের বিরুদ্ধে একটি উন্মুক্ত চিঠি লিখেছিলেন। সেখান থেকেই তাদের মধ্যকার শীতল সম্পর্কের সূচনা। এরপরে ২০২৪ সালের নির্বাচনের আগে সুইফট ট্রাম্পের প্রতিপক্ষ কমলা হ্যারিসকে সমর্থন করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

আরও পড়ুনঃ  পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রী উদ্ধার, ২৮ সৈন্য নিহত

ট্রাম্প তখন ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ বলেন, তিনি “টেইলর সুইফটের ভক্ত নন।” এরপর ট্রুথ সোশ্যাল-এ সরাসরি লেখেন, “আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!”

আরও পড়ুনঃ  দোলের দিন মেট্রো সূচিতে বদল!

৭৮ বছর বয়সী এক ব্যক্তির এভাবে অনলাইনে কটাক্ষ করা অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে। ট্রাম্পের এই আচরণকে অনেকেই তার পুরনো বিরোধ এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন।

সর্বশেষ সংবাদ

‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৩২
দিদির কাছে দাদার হার!
শনিবার, মার্চ ১৫, ২০২৫ ৬:৩২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675