• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এবার বাঁধনকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন!

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩৫

এবার বাঁধনকে আক্রমণ করলেন তসলিমা নাসরিন!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক ইস্যুতে বরাবরই সরব আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। বর্তমানে তিনি ‘বদলের বাংলাদেশ’ নিয়ে টানা লিখে চলেছেন। এবার তার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

গত বছরের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন বাঁধন। রাস্তায় নেমে ছাত্র আন্দোলনে যোগ দেন এবং দেশের সংস্কারের দাবি তোলেন। একাধিকবার মাইকে চিৎকার করে তাকে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই।” এমনকি, উত্তপ্ত পরিস্থিতিতে আঁশবঁটি হাতে রাতের ঢাকায় পাহারা দিতেও দেখা গিয়েছিল তাকে। সাহসী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত বাঁধনের ভূমিকা তখন ব্যাপক সমাদৃত হয়েছে।

আরও পড়ুনঃ  ‘দাবিড়ি দিবিড়ি’ অতীত! ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

Ezoicতবে বর্তমান রাজনৈতিক অস্থিরতাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজমেরী হক বাঁধনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন। তিনি ছাত্র আন্দোলনের সময়কার বাঁধনের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?”

আরও পড়ুনঃ  পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারা হয়, এমন আইন করব : অপু

তসলিমার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বাঁধনকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ তাকে ‘অমাবস্যার চাঁদ’ বলেও উপহাস করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675