• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০০

পাকিস্তান ম্যাচে ভারতের স্বস্তি, থাকছেন না ‘অপয়া’ আম্পায়ার

অনলাইন ডেস্ক : আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেই তালিকা আগেই প্রকাশ করেছিল আইসিসি। এবার জানা গেল কোন ম্যাচে কারা থাকছেন। টুর্নামেন্টটির গ্রুপ লিগে সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ ম্যাচটিতে অভিজ্ঞ আম্পায়ারদেরই বেছে নিলো আইসিসি।

আইসিসি সেরা আম্পায়ারের হাতেই থাকছে ভারত-পাকিস্তানের ব্যাটন। ক’দিন আগেই ২০২৪ সালের সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এ নিয়ে টানা ৩ বছর ও সার্বিকভাবে চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন তিনি। এমন সেরা আম্পায়ারকেই ভারত-পাক ম্যাচে মাঠে নামাচ্ছে আইসিসি। দুবাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইলিংওর্থ।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

রিচার্ড ইলিংওর্থের সঙ্গে এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ আম্পায়ার পল। ভারত-পাক ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড বুনের হাতে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অর্থাৎ, পাঁচ ম্যাচ অফিসিয়ালের মধ্যে ২ জন হলেন ইংল্যান্ডের এবং ২ জন অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রয়েছেন ১ জন। ভারত কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে, পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড কেটেলবোরো। কেননা ভারতের কাছে বরাবর ‘অপয়া’ হিসেবে দেখা দিয়েছেন তিনি। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। কেটেলবরো আম্পায়ারিং করলে বেশিরভাগ বড় ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল, এমন ধারণা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটপ্রেমীদের মনে।

আরও পড়ুনঃ  লিনুর আত্মজীবনী প্রকাশ, ক্রীড়াঙ্গনের স্টল নেই বইমেলায়

২০২৩ ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন কেটেলবোরো। যদিও সেই ম্যাচে আম্পায়ারিং করেন রিচার্ড ইলিংওর্থ। ভারত শেষমেশ বিশ্বকাপ ফাইনাল হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক গ্রুপ লিগের ম্যাচটি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675