অনলাইন ডেস্ক : সর্বশেষ আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা রিয়ান পরাগ। তবে টুর্নামেন্ট শেষে অন্য কারণে চর্চায় উঠে আসেন ভারতীয় এই অলরাউন্ডার। তার ইউটিউব সার্চ হিস্ট্রি সোশাল মিডিয়ায় সে সময় ব্যাপক ভাইরাল হয়ে যায়।
সেখানে দেখা যায় অনন্যা পাণ্ডে, সারা আলি খানদের ভিডিও খোঁজার তালিকা। আর সেই তথ্য ফাঁস হতেই তোপের মুখে পড়তে হয়। অবশ্য এখন রিয়ান পরাগ বলছেন, তাকে ‘ফাঁসানো হয়েছিল’।
সেই ঘটনার ৯ মাস পর একটি রেডিও চ্যানেলকে ব্যাখ্যা দিলেন রিয়ান। সেখানে তিনি বলেছেন, ‘আমি আইপিএল শেষ করার পর চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে একটা ডিসকোর্ড কল করছিলাম। তখনই বিষয়টা সবার সামনে চলে আসে। কিন্তু ঘটনাটা ঘটেছিল আইপিএলের আগেই।’
আর সেখানে তাকে ফাঁসানো হয়েছিল বলে মনে করেন রিয়ান। তার বক্তব্য, ‘আমার ডিসকোর্ড দলের একজন আমাকে আইপিএলের আগেই ফাঁসাতে চেয়েছিল। আইপিএলে আমার মৌসুমটা খুব ভালো কেটেছিল। আমি ঘরে ফিরে স্ট্রিম করা শুরু করি। সেই সময় আমার কাছে গান চালানোর আর কোনও মাধ্যম ছিল না। সব কিছু মুছে দেওয়া হয়েছিল।’
ঘটনার সূত্রপাত তারপরেই। রিয়ান বলেন, ‘তাই বাধ্য হয়ে ইউটিউবে গান চালাতে যাই। কিন্তু আমি বুঝতে পারিনি কী হচ্ছে। যখন স্ট্রিম শেষ হল, তখন আমার মাথায় হাত। এটা কী ঘটল? সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। তবে এটা বুঝেছিলাম সবার সামনে গিয়ে ব্যাখ্যা দিয়ে লাভ নেই। কারণ, সত্যিটা কেউ বুঝবে না।’
তবে ৯ মাস পর কেন ব্যাখ্যা দিলেন, সেটা অবশ্য জানাননি রিয়ান। উল্লেখ্য, ২০২৪ আইপিএলের পর তার ইউটিউব সার্চ হিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শর্ট ক্লিপে দেখা যায়, সাদা স্যান্ডো পরে পরাগ কম্পিউটারের সামনে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ‘অনন্যা পাণ্ডে হট’, ‘সারা আলি খান হট’। রিয়ান এই জনপ্রিয় অভিনেত্রীদের হট ভিডিও দেখতেন, এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই প্রবল চর্চায় ছিলেন তিনি।