মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার পাকুড়িয়া ইউপির কিশোরপুর গ্রামের মোঃ দোলন এর ছেলে ওমর ফারুক (১০)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি২৫) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউপির কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ীর পার্শে একটি পুকুরে মাছ ভেষে উঠে ওই মাছ ধরার জন্য পুকুরে নামলে সে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ নিয়ে আসা হয়। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আশাদ জানান, এ বষয়ে থানায় একটি ইউডি মামালা করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।