• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বয়স ৫০ হলো, এখন আর যাই করি বিচ্ছেদের পথে হাঁটব না’

প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৫

‘বয়স ৫০ হলো, এখন আর যাই করি বিচ্ছেদের পথে হাঁটব না’

অনলাইন ডেস্ক : ভাঙা-গড়ার খেলায় টলিপাড়ায় ফের দুঃসংবাদের গুঞ্জন। ভালোবাসার মৌসুমে নাকি ঘর ভাঙছে টলি তারকা সম্রাট মুখোপাধ্যায় ও স্ত্রী ময়নার। এই জুটির বিচ্ছেদের গুঞ্জনে মূখর কলকাতার বিনোদন জগত।

ঘটনার সূত্রপাত সরস্বতী পুজার দিন। প্রতি বছর অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট ও ময়না। নিজের হাতে ঠাকুর পুজার সব ব্যবস্থাপনা করতে দেখা যায় ময়নাকে।

তবে এ বছর ময়না উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ময়না? অভিনেত্রীর স্বামী সম্রাট জানালেন, ময়না নাকি অসুস্থ।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

এদিকে সরস্বতী পুজার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করেছো, আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভালো আছি, ছিলাম আর থাকব।’

ময়না ও তার স্বামীর দু’জনের কথার অসংগতিতে দাম্পত্যে চির ধরার গুঞ্জন রটে। ভক্তরাও তাদেরকে নিয়ে নানা কানাঘোষা শুরু করে।

সত্যিই কি আলাদা হচ্ছে এই তারকা দম্পতির পথচলা? ভারতীয় একটি সংবাদমাধ্যমের সেই প্রশ্নের জবাবে সম্রাট বলেন, ‘অবাক লাগছে, এই ধরনের কথা কেন ছড়াচ্ছেন সবাই! এক ফোঁটাও অশান্তি নেই আমাদের মধ্যে। সেদিন ময়নার শরীর ভালো ছিল না, তাই আসতে পারেনি। তার মানে এই নয় সে শয্যাশায়ী। হঠাৎ ওর অসুস্থতা নিয়ে কথা উঠতেই সমাজমাধ্যমে নিজের সুস্থতার কথা জানিয়েছে।’

আরও পড়ুনঃ  ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

স্ট্যাটাস প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী বলেন, ‘এই মুহূর্তে ওর একটি ধারাবাহিক নাটক চলছে, হঠাৎ গভীর অসুস্থতার খবর রটলে তা মোটেই ভালো হবে না। তার মানে আমাদের বিচ্ছেদ হচ্ছে, এটা তো নয়।’

আরও পড়ুনঃ  ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

সম্রাটের কথায়, ‘২৩ বছর বিয়ের বয়স হয়ে গেল আমাদের। দুই ছেলে রয়েছে সংসারে। আমার বয়স ৫০-এর কাছাকাছি। অন্ততপক্ষে এই বয়সে আর যাই করি, বিচ্ছেদের পথে হাঁটব না। নতুন সংসার শুরু করার জোশ নেই আমার। আমি আর ময়না একে অপরের পরিপূরক হয়ে দিব্যি আছি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675