ঢাকাTuesday , 11 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

ভূগর্ভস্থ পানি ব্যবহারে কারখানাকে কর দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

subadmin
February 11, 2025 11:18 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : শিল্পে ভূগর্ভস্থ পানির পুনর্ব্যবহার উৎসাহিত করতে এবং রাসায়নিক ব্যবস্থাপনায় নীতিমালা করবে সরকার। যেসব কারখানা বেশি মাত্রায় পানি ব্যবহার করবে, তাদের ওপর করারোপ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিদেশি বিনিয়োগে পুঁজি, মুনাফা পাঠনোর সুযোগ দিয়ে নীতিমালা সংস্কার করা হবে।

বাংলাদেশের পোশাক খাত বার্ষিক ৪০-৪৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। এসব পণ্য উৎপাদনে পানি, বিদ্যুৎ-জ্বালানি, রাসায়নিকের ব্যবহারে চাপ বাড়ে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত বিশ্বের এ প্রজন্মের ক্রেতারা টেকসই উৎপাদন ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। তাই দেশের পোশাক খাতেও উন্নত পরিবেশবান্ধব ব্যবস্থা জোরদারের বিকল্প নেই।

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের আলোচনায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশ বছরে ২০ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করে। এলডিসি পরবর্তী সময়ে বাজার ধরে রাখতে শিল্পোৎপাদনে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যেসব শিল্প কারখানা উচ্চমাত্রায় ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করে, তাদের থেকে সরকার মাশুল আদায় করবে। পানির ব্যবহারে কমাতে নীতিমালায় উৎসাহিত করা হবে। শ্রমিকদের শোভন মজুরি, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি নিশ্চিতে ক্রেদাদেরও দায়িত্ব নিতে হবে। ন্যায্য মূল্য দিতে হবে পোশাকের।

ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করা জরুরি। উন্নয়নমূলক পরিকল্পনায় আমরা একসাথে কাজ করতে চাই।’

অর্থনৈতিক অঞ্চলগুলোর অব্যবহৃত জমি ১০/১৫ বছর মেয়াদি সৌরবিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ হবে বলে জানান বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে আয়োজন করা হবে আন্তর্জাতিক সম্মেলন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘বিদেশি বিনিয়োগের মূলধন, মুনাফা ফেরত নেওয়ার প্রক্রিয়ায় জটিলতার আছে। এটা সহজ করতে নীতিমালা সংশোধন করবে সরকার। এছাড়া ১০০ টির পরিবর্তে কয়েকবছরের মধ্যে ৫টি অর্থনৈতিক অঞ্চলে শিল্পায়নে জোর দেয়া হচ্ছে।’

সাসটেইনেবল অ্যাপারেল ফোরামের ষষ্ঠ আয়োজনে বাংলাদেশের পোশাক খাত নিয়ে সেমিনার, মতবিনিময় ছাড়াও সরাসরি কারখানা পরিদর্শন করবেন সফররত বিদেশি ক্রেতাদের প্রতিনিধিরা।-ইত্তেফাক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।