আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসীদের ইউরোপে পাড়ি জমানোর বহুল ব্যবহৃত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বিভিন্ন উপকূল থেকে ৩৮৯ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সোমবার স্প্যানিশ উদ্ধার পরিষেবা এই অভিবাসীদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
২০২৪ সালের ধারাবাহিকতায় চলতি বছরও অব্যাহত রয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জের অনিয়মিত অভিবাসীদের আগমন। সোমবার ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্ধারকারী সংস্থাগুলো ৩৮৯ জন অভিবাসীকে উদ্ধার করে। সাতটি আলাদা নৌকায় অভিবাসীরা ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছান।
জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের ল্যানজারোট, ফুয়ের্তেভেন্তুরা এবং এল হিয়েরো দ্বীপপুঞ্জে স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরের দিকে উপকূলে আসা প্রথম নৌকায় ৫৬ জন অভিবাসী ছিলেন এবং নৌকাটি ল্যানজারোট দ্বীপের আরেসিফ বন্দরের দিকে যাচ্ছিল।
দ্বিতীয় আরেকটি নৌকা থেকে ২৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ‘সাসেমার ১০২’ নামের একটি বিমানও ব্যবহার করা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সরকারের আরেকটি উদ্ধার জাহাজ অন্য একটি নৌকায় থাকা ৬১ জনকে সহায়তা করেছিল এবং তাদের এল হিয়েরো দ্বীপের লা রেস্টিংগা বন্দরে নামিয়ে দিয়েছিল। যাদের মধ্যে ১২ জন নারী ও একজন নাবালক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এল দিয়ারিও।
চলতি বছরেও ক্যানারিতে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে। গত জানুয়ারির শেষে মাত্র দুই দিনের মধ্যে প্রায় ৬১৮ জন অভিবাসী দ্বীপপুঞ্জে আশ্রয় নেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি বছরের জানুয়ারিতে চার হাজার ৭৫২ জন অনিয়মিত অভিবাসী ৭২টি নৌকায় ক্যানারির বিভিন্ন উপকূলে পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ কম।
গত বছর সামগ্রিকভাবে ক্যানারিতে প্রায় ৪৭ হাজার অভিবাসীকে আশ্রয় দেওয়া হয়েছে। আটলান্টিক মহাসাগরের এই ছোট ভূমির জন্য এটি নজিরবিহীন। কয়েক মাস ধরে দ্বীপপুঞ্জটি অভ্যর্থনা ব্যবস্থার সক্ষমতা নিয়ে চাপে রয়েছে। ইনফোমাইগ্রেন্টস।