• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ডেভিল হান্ট অপারেশনে আটক – ৪

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৪

ডেভিল হান্ট অপারেশনে আটক – ৪

হেলাল উদ্দীন, বাগমারা : ডেভিল হান্ট অপারেশনে রাজশাহীর বাগমারায় তিনজন ও পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতভর পুলিশ অপরাধীদের ধরার জন্য অভিযান চালায়। অভিযানকালে নিজ নিজ বাড় থেকে শ্রীপুরের যুবলীগের নেতা শাহজাহান আলীকে (৪১) আটক করে পুলিশ। একই সঙ্গে ডেলিভহান্ট অপারেশনে তিনজনকে আটক করা হয়। এঁরা হলেন গণিপুর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সোবহান (৪২), যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন কুমার সরকার (৫৩) ও যুবলীগের নেতা কলেজশিক্ষক আসাদুজ্জামান (৫৪)। তাঁদের বিরুদ্ধে সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

গত ৫ আগস্ট ও ১৮ জুলাই আটককৃতরা উপজেলা সদর ভবানীগঞ্জে ধারাল অস্ত্র এবং লোহার পাইপ নিয়ে হামলা করে। এ সংক্রান্ত ভিডিও গত তিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুবলীগ নেতা তপন কুমার সরকারকে লোহার রড নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া ও হামলা করতে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। এর পরেই পুলিশ তাঁদের ধরতে অভিযান চালায়।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

পুলিশ জানায়, তাঁদের গত ৫ আগস্টের ঘটনায় যুবদল নেতা মুনসুর রহমানের ওপর হামলা ও গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হবে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675