• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৫ পরিবর্তন, নতুন এলেন কারা?

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৭

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৫ পরিবর্তন, নতুন এলেন কারা?

অনলাইন ডেস্ক : জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স থাকছেন না সেটা আগেই জানিয়ে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও তাদের বদলে কারা আসবেন, তা বলা হয়নি। জটিলতা অন্যদিক থেকেও ছিল। দুই নির্ভরযোগ্য অলরাউন্ডারের মাঝে মিচেল মার্শের ইনজুরিটা তাকে খেলতে দিচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। মার্কাস স্টয়নিসে ছিল ভরসা। আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন তিনিও।

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলের পরিবর্তন এখানেই থামেনি। একেবারে শেষ সময়ে এসে নিজেকে সরিয়ে নেন আরেক পেদার মিচেল স্টার্কও। সময়ের অন্যতম সেরা এই পেসার ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। যার ফলে অজিদের বিখ্যাত পেসত্রয়ী স্টার্ক-কামিন্স-হ্যাজেলউডের প্রত্যেকেই বাদ রইলেন এই আসর থেকে।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

অন্তিম সময়ে তাই নিজেদের স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন স্টিভেন স্মিথ। দলে আনা হয়েছে পাঁচ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সঙ্ঘ ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও অধিনায়ক হিসেবে আছেন স্মিথ। মিচেল মার্শের বিকল্প হিসেবে টপ অর্ডারে দেখা যেতে পারে ফ্রেজার ম্যাকগার্ককে। স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি এবং শন অ্যাবটকে সামাল দিতে হবে পেস বিভাগ। স্পিনে অ্যাডাম জাম্পার সঙ্গী হবেন তানভীর সঙ্ঘ।

আরও পড়ুনঃ  জাবিয়ান ফুটসালের ট্রফি উন্মোচন ও সম্মাননা অনুষ্ঠান

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। সেদিন তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচ ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা এবং ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, তানভীর সঙ্ঘ ও অ্যাডাম জাম্পা।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675