• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে তরুণীকে বিয়ের জন্য চাপ, সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৩

বাড়িতে ঢুকে পিস্তল ঠেকিয়ে তরুণীকে বিয়ের জন্য চাপ, সন্ত্রাসী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক তরুণীকে জিম্মি করে বিয়ের জন্য চাপ দেয় মেহেদী হাসান দিদার (৪২) নামের এক সন্ত্রাসী। কৌশলে ওই তরুণী ৯৯৯-এ ফোন দিলে অভিযান চালিয়ে সন্ত্রাসী দিদারকে গ্রেপ্তার করে পুলিশ। সে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে

আরও পড়ুনঃ  নাটোরে যাত্রীবাহী বাসে ডাকাতি, ২ নারীকে শ্লীলতাহানির অভিযোগ

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বুধবার রাত ৮টার দিকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিদার এক তরুণীর বাড়ি গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে এবং বিয়ে করতে হবে বলে জিম্মি করে। তরুণীটি একপর্যায়ে অসুস্থতার ভান করে সেখান থেকে দৌড়ে পাশের এক বাড়িতে গিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ দিদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  অমর একুশে ফেব্রুয়ারি আজ, শ্রদ্ধাবনত জাতি

এস আই ফাহিম ফয়সাল তরফদার বলেন, ‘এই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অন্য দিকে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে সন্ত্রাসী দিদারের বিরুদ্ধে। এ ছাড়া দিদারের নামে আরও ৯টি মামলা রয়েছে। আমরা তাঁকে খুঁজছিলাম।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675