• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনও রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০৮

বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনও রয়েছে: গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন ডেস্ক : ‘দ্রব্যমূল্যের দাম বর্তমান লাগামহীন কিন্তু যারা উৎপাদন করে তারা ন্যায্যমূল্য পায় না। বাজার ব্যাবস্থার সিন্ডিকেট এখনও রয়েছে। এই সিন্ডিকেট নির্মূল আমরা দেখি না।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।

এ সময় তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন দেওয়া। তারা নির্বাচনের ব্যাপারেও নাই, দেশ পরিচালনায়ও নাই। শুধু সকাল বিকাল জারি গান শুনছি সংস্কার আর সংস্কার। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের কবর। এখন চাই সুষ্ঠু একটি অবাধ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি দেবো। এই ১৬ বছর কিসের জন্য আন্দোলন করেছি আমরা? কেন এত শহীদ? কেন এতজনের জীবন বিসর্জন দিতে হলো? জেল-জুলুম কোন কিছুতেও আমরা পিছপা হই নাই। বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র হয়েছিলো, উল্টো বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

আরও পড়ুনঃ  আলোচনা সভা-দোয়ায় শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতের

তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বার্থে আমাদের আপোষহীন নেত্রী খালেদা জিয়া আপোষ করেননি। তিনিও নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। খালেদা জিয়া বিএনপির রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি ১৮ কোটি মানুষের সাথে মিলেমিশে রাজনীতি করেছেন। অনেকেই বিএনপির জনপ্রিয়তা সহ্য করতে পারেনা।

আরও পড়ুনঃ  গাজীপুরে প্রকাশ্যে চাঁদা চেয়ে বহিষ্কার যুবদল নেতা

নির্বাচন দিলে বিএনপিই ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি বলেন, কারা আসবে তাহলে? যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা? যারা শেখ হাসিনার মত স্বৈরাচার তারা? বিএনপিই ক্ষমতায় আসবে। আমরাও সংস্কার প্রস্তাব দিয়েছি। বিভিন্ন সময়ে দফায় দফায় আমরা দাবী জানিয়েছি। আপনারা জ্ঞানী গুনি ব্যাক্তি, আমরা কম জ্ঞানী লোক। আমরা জনগণের সঙ্গে চলি, জনগনের সাথে মিশি। আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন। যত দ্রুত সম্ভব ভোট চাই।

‘নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জনদাবিতে’ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ সমাবেশে অংশ নেয়।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675