বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হলো ৪০০ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ নামক স্থানে সন্ন্যাসী পূজা উপলক্ষে ইছামতী নদীর তীর ঘেঁষে এই মেলা বসে। এক দিনের মেলা হলেও এর রেশ থাকে বেশ কয়েক দিন। প্রতিবছর বাংলা সনের মাঘ মাসের শেষ বুধবার এই মেলা হয়। মেলা উপলক্ষে আশপাশের গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজন ভিড় জমায়। বিশেষ করে মেয়ে-জামাইকে আমন্ত্রণ জানানো এলাকার রীতি
এ মেলার মূল আকর্ষণ বড় মাছ ও মিষ্টি। এবারের মেলায় ৩৫ কেজি ওজনের বাগাড় বিক্রি হয়েছে ১ হাজার ৭০০ টাকা কেজি এবং মাছ আকৃতির ১৫ কেজি ওজনের মিষ্টি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এ ছাড়া মেলায় আসবাব, প্রসাধনী, খেলনাসহ নানা সামগ্রী পাওয়া যায়। আজ বৃহস্পতিবার একই স্থানে বসবে বউমেলা। সেখানে কোনো পুরুষ মানুষের যাতায়াত নিষিদ্ধ। এলাকার বউ-ঝিরা মেলায় তাঁদের প্রয়োজনীয় পণ্য কিনবেন।