• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঐশ্বরিয়ার জন্য বাজেভাবে যে নায়িকাকে ঠকান অভিষেক!

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৪

ঐশ্বরিয়ার জন্য বাজেভাবে যে নায়িকাকে ঠকান অভিষেক!

অনলাইন ডেস্ক : অভিষেক কিন্তু ঠকাচ্ছেন, সাবধান করেছিলেন বন্ধু বিপাশা বসু! কিন্তু শুনতে চাননি বলিউডের সুন্দরী নায়িকা। ফলাফলও পেয়েছিলেন হাতেনাতে। ঐশ্বরিয়ার প্রেমে পড়ে সেই নায়িকাকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছিলেন অভিষেক বচ্চন। বলিউডের অন্দরে এই গসিপ নিয়ে আজও হয় চর্চা। কে সেই নায়িকা?

অভিনেত্রীর নাম দীপান্বিতা শর্মা। আসামের স্বাধীনতা সংগ্রামীর পরিবারে জন্ম নেন তিনি। মডেলিং দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। কিছু দিনের মধ্যেই মেলে অভিনয়ের সুযোগ। আর এই অভিনয়ের সুবাদেই আলাপ হয় অভিষেক বচ্চনের সঙ্গে।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

শোনা যায়, দীপান্বিতাকে দেখার পরেই নাকি প্রেমে পড়ে যান অভিষেক। তবে পুরো দুনিয়ার সামনে প্রেম স্বীকার করতে রাজি হননি তিনি।

প্রথম দিকে বিষয়টি নিয়ে আপত্তি ছিল না দীপান্বিতার, তবে হঠাৎই তাদের সম্পর্কের মাঝে আগমন ঘটে তৃতীয় ব্যক্তির। সেই ব্যক্তি আর কেউ নন ঐশ্বরিয়া রাই বচ্চন।

অভিষেকর জন্মদিনে একবার বড় পার্টির প্ল্যান করেছিলেন দীপান্বিতা। অভিনেতা যাননি। জানিয়েছিলেন, বাবা অমিতাভ নাকি অসুস্থ।

আরও পড়ুনঃ  প্রতারণার ফাঁদে অভিনেত্রী মাধুরিমা

তবে সেই দিনই নিজের বাড়িতে জন্মদিনের পার্টি দিয়েছিলেন এই তারকা নিজেই। আর সেই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বরিয়া। যেখানে আমন্ত্রিত ছিলেন না দীপান্বিতা।

একসঙ্গেই মডেলিং শুরু করেছিলেন বিপাশা বসু ও দীপান্বিতা। এক রুমে থাকতেন ক্যারিয়ারের প্রথম দিকে। ঐশ্বরিয়ার প্রতি ক্রমেই যে দূর্বলতা বাড়ছে অভিষেকের সে বিষয়ে দীপান্বিতাকে সাবধানও করেন অভিনেত্রী। তবে ওই যে প্রেম অন্ধ! তা মানে না কোনও হিসেব!

সম্পর্কের শেষ সুতোটুকুও ছিড়ে যায় যখন গুরুর প্রিমিয়ারে সকলের সামনে ঐশ্বরিয়াকে প্রপোজ করে বসেন অভিষেক। বিশ্বসুন্দরীও সাড়া দেন। নিঃশব্দে সরে যান দীপান্বিতা।

আরও পড়ুনঃ  বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিষেকের সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে অতীত খুঁড়তে চাননি তিনি। শুধু বলেছিলেন, ‘অভিষেক কখনওই আমার বন্ধু ছিল না।’

এই মুহূর্তে সুখে সংসার করছেন দীপান্বিতা। তার স্বামী দিলসার সিং পেশায় ব্যবসায়ী। অন্যদিকে অভিষেকও ঐশ্বরিয়ার গলায় মালা দিয়ে তার সন্তানের বাবা হয়েছেন।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675