সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে পুলিশ ও যৌথ বাহিনী ডেভিল হান্ট অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন। বুধবার রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তানোর উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের মৃত মমতাজ আলীর পুত্র মাসুদ করিম (৬৫) একই উপজেলার সরনজাই ইউপির চকপাড়া গ্রামের মৃত তরিকুল্লাহর পুত্র আতাউর রহমান (৫৮) ও একই এলাকার আবুল ফজলের পুত্র শফিকুল ইসলাম (৫০)।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, বুধবার পুলিশ ও যৌথ বাহিনী বিশেষ ডেভিল হান্ট অভিযানে অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলায় রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদারতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, এই অভিযান অব্যহত রয়েছে, নাশকতাকারীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।