• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘ইতিহাসের সেরা ফুটবলার মেসি, ভুল সময়ে জন্ম রোনালদোর’

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০৫

‘ইতিহাসের সেরা ফুটবলার মেসি, ভুল সময়ে জন্ম রোনালদোর’

অনলাইন ডেস্ক : হালের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা তা নিয়ে প্রায়শই বিতর্কে জড়ান ভক্তরা। এমনকি রোনালদো নিজেও তাকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেন। তবে ডি মারিয়া মনে করেন, মেসি ইতিহাসের সেরা ফুটবলার

ইনফোবায়ের ‘মি সিলেসিয়ন’ সিরিজে ডি মারিয়া বলেন, ‘আমার চোখে লিওই (মেসি) বিশ্বসেরা এবং ইতিহাসের সেরা। সেটা কোনো দ্বিধা ছাড়াই।’

আরও পড়ুনঃ  অক্ষরের হ্যাটট্রিক মিস, তবুও ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

তবে রোনালদো নিজেকে ইতিহাসের সেরা দাবি করায় মোটেও অবাক হচ্ছেন না ডি মারিয়া, ‘আমি অবাক হইনি। তার সঙ্গে চার বছর খেলেছি। সেসব সময় এমনই বলে থাকে। সব সময় চেষ্টা করে এসেছে সেরা হওয়ার জন্য। কিন্তু রোনালদো ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ, একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া একজন।’

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

‘সংখ্যাই সত্যিটা বলে দেয়। একজনের ব্যালন ডি’অর ৮টি, আরেকজনের ৫টি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্ব চ্যাম্পিয়ন, আরেকজনের নেই। এখানেও বড় ব্যবধান। একজনের দুইটা কোপা আমেরিকা ট্রফি আছে। এ রকম আরও অনেক পার্থক্য আছে, অনেক।’-যোগ করেন তিনি।

মেসি-রোনালদো দুজনেই সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে ডি মারিয়ার। ফলে দুজনকেই খুব কাছ থেকে দেখেছেন তিনি। মেসির সঙ্গে লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলেছেন। আর রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন চার বছর।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

মেসি ও রোনালদোর মধ্যে পার্থক্য করতে গিয়ে ডি মারিইয়া বলেন, ‘মাঠের খেলার দিকেই দেখুন না। একজন প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট এমনভাবে খেলছে, যেন বাড়ির উঠোনে খেলছে। সব সময় একই ধরনের গোল করে যাচ্ছে, করেই যাচ্ছে। এবং সেটা ১৮, ২০ বছর ধরেই।’

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675