ঢাকাSaturday , 15 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাসহ ৯টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি

subadmin
February 15, 2025 5:59 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে।
জিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮ তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। তাছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন। টফি অ্যাপেও সরাসরি সম্প্রচার করা হবে।
তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।

কোন দেশে কোন চ্যানেলে খেলা দেখবেন-

দেশটেলিভিশনঅনলাইন
ভারতস্টার, নেটওয়ার্ক ১৮জিও হটস্টার
পাকিস্তানপিটিভি, টেন স্পোর্টসমাইকো, তামাশা অ্যাপ
আরব আমিরাতক্রিকলাইফ ম্যাক্স, ক্রিকলাইফ ম্যাক্স ২স্টারজেডপ্লে
যুক্তরাজ্যস্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন, 

 
স্কাইগো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ
যুক্তরাষ্ট্র এবং কানাডাউইলো টিভিউইলো, ক্রিকবাজ অ্যাপ
ক্যারিবিয়ানইএসপিএনক্যারিবিয়ানইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ
অস্ট্রেলিয়া প্রাইম ভিডিও
নিউজিল্যান্ডস্কাই স্পোর্টস এনজেডনাও, স্কাইগো অ্যাপ
সাউথ আফ্রিকা এবং সাব-সাহারান অঞ্চনসুপারস্পোর্টসুপারস্পোর্ট অ্যাপ
বাংলাদেশটি-স্পোর্টস, নাগরিক টিভিটফি অ্যাপ
আফগানিস্তানএটিএন 
শ্রীলঙ্কামহারাজাসিরাসা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।