• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১১:৩৪

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আটজন হলেন- মুকুল হোসেন (৩৫), রাব্বী আলী (২৮), শিহাব আলী (২১), নাজমুল ইসলাম (২৪), নাজিউর রহমান মৃদুল (২২), মো. রকি (২৮), সুমাইয়া আক্তার রিমা (২৪) ও আশরাফ আলী (৫৪)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু

আরএমপির মুখপাত্র রফিকুল আলম জানান, গত ৬ মে রাতে নগরীর যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন চক্রের সদস্যরা। এরপর নির্জন স্থানে গিয়ে তারা অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে কাটাখালী থানায় একটি মামলা হয়।

আরও পড়ুনঃ  রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৪ জনের ছাত্রত্ব বাতিল, ৪৪ জনের শাস্তি

এরপর সোমবার দিবাগত রাতে প্রথমে শিহাবকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675