• ঢাকা, বাংলাদেশ
  • ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১১:৩৪

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আটজন হলেন- মুকুল হোসেন (৩৫), রাব্বী আলী (২৮), শিহাব আলী (২১), নাজমুল ইসলাম (২৪), নাজিউর রহমান মৃদুল (২২), মো. রকি (২৮), সুমাইয়া আক্তার রিমা (২৪) ও আশরাফ আলী (৫৪)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

আরও পড়ুনঃ  জমে উঠেছে নগরীর ঈদ বাজার : দাম বেশি দাবি ক্রেতাদের

আরএমপির মুখপাত্র রফিকুল আলম জানান, গত ৬ মে রাতে নগরীর যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন চক্রের সদস্যরা। এরপর নির্জন স্থানে গিয়ে তারা অটোরিকশা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান। এ নিয়ে কাটাখালী থানায় একটি মামলা হয়।

আরও পড়ুনঃ  হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

এরপর সোমবার দিবাগত রাতে প্রথমে শিহাবকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশার বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675