অনলাইন ডেস্ক : বাবা হতে চলেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। জানা গেল, চলতি বছরেই এই তারকা দম্পতির ঘরে আসবে নতুন সদস্য।
এ প্রসঙ্গে পরমব্রতের স্ত্রী আরও জানিয়েছেন, জুন মাসেই কোলে আসতে পারে তাদের প্রথম সন্তান। এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়া। এদিকে ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের অনুরাগীরা। যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে। বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তারা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও, তবে সেখানে তাকে দেখে একটুও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা।