• ঢাকা, বাংলাদেশ
  • ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৫৬

বাবা হচ্ছেন অভিনেতা পরমব্রত

অনলাইন ডেস্ক : বাবা হতে চলেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সম্প্রতি সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। জানা গেল, চলতি বছরেই এই তারকা দম্পতির ঘরে আসবে নতুন সদস্য।

এ প্রসঙ্গে পরমব্রতের স্ত্রী আরও জানিয়েছেন, জুন মাসেই কোলে আসতে পারে তাদের প্রথম সন্তান। এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়া। এদিকে ভ্যালেন্টাইন্স ডে’র পরের দিনই এমন খবরে উচ্ছ্বসিত পরমব্রতের অনুরাগীরা। যদিও পরমব্রত এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুনঃ  কাকে ইঙ্গিত করে ‘সংসার গোছাবো’ বললেন মাহি

২০২৩-এ অর্থাৎ দুই বছর আগে আইনি বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। নতুন জীবনের শুরুতে যেমন শুভেচ্ছা পেয়েছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল অভিনেতাকে। বিশেষ করে, বন্ধুর প্রাক্তন স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে নানা সমালোচনা হয়েছিল। তবে সেসবকে পাশে সরিয়ে তারা ভালবাসা ও স্নেহে ভরিয়ে তুলেছিলেন নিজেদের সংসার।

আরও পড়ুনঃ  পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’। প্রিমিয়ারে হাজির ছিলেন পিয়াও, তবে সেখানে তাকে দেখে একটুও বোঝা যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675