• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৬

চট্টগ্রামে ব্যস্ত সড়কে জ্বলছে আগুন, যানচলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনের সড়কে হঠাৎ আগুন জ্বলে উঠেছে। পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল)। আগুনের কারণে নগরীর ষোলশহর থেকে ২ নং গেইটমুখী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি।

এদিকে আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছেন বলেও কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান জানান, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুঁড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাসলাইন বন্ধ করে দিচ্ছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুঁজে বের করে মাটি খুঁড়ে সংস্কার করা হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে উপস্থাপন করতে চাই: ধর্ম উপদেষ্টা

এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান তিনি। তবে কত সময় লাগবে সে বিষয়ে তিনি এখনই কিছু জানাতে পারেননি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675