• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় বাড়ি ও মুদি দোকান আগুনে ভস্মিভূত

প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৫

বাঘায় বাড়ি ও মুদি দোকান আগুনে ভস্মিভূত

মোহা: আসলাম আলী, বাঘা: রাজশাহীর বাঘা পৌর এলাকায় একটি বসতবাড়িতে আগ্নিকান্ডে তিনটি টিনের ঘরসহ মুদি দোকানের মাল-মাল ও বাড়ির যাবতীয় সকল আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (১৫ফেব্রুয়ারী২৫) বিকাল সাড়ে ৩টার দিকে বাঘা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিন গাওপাড়া গ্রামের আব্দুল জাব্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুল জাব্বার ওই গ্রামের জফির উদ্দীনের ছেলে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ভুক্তভোগীর।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে এই আগুন বাড়ির বৈদ্যুতিক তার বেয়ে বাড়ির তিনটি ঘরেই ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই তিনটি ঘর ও একাট মুদিখানার দোকানের মালা-মাল পুড়ে ভস্মীভূত হয়।

এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। এতে নগদ টাকা এবং টিভি, ফ্রিজ, খাট-তোষকসহ তিনটি ঘরের ও একটি দোকানের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  মহান একুশের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে- নুরুজ্জামান লিটন

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আব্দুল জাব্বার বলেন, বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির তিনটি টিনের ঘর ও বাড়ি সাথে একটি বড় মুদিখার দোকানের যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিষয়টি নিশ্চিত করে বাঘা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। তার আগেই বাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল পুড়ে গেছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675