• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কপাল পোড়া গুষ্টি চোর-ডাকাতকেই ক্ষমতায় বসায়: ফয়জুল করীম

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:২৫

কপাল পোড়া গুষ্টি চোর-ডাকাতকেই ক্ষমতায় বসায়: ফয়জুল করীম

গোপালগঞ্জ প্রতিনিধি ; আর কোনো ফ্যাসিবাদের জায়গা এ দেশে হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলাম অর্থ সবই গরিবদের জন্য। কিন্তু এই কপাল পোড়া গরিবের গুষ্টি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে জানে না। ওরা চোর-ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদের ক্ষমতায় বসায়।

আরও পড়ুনঃ  ইউনূস-মোদি বৈঠকে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে: ফখরুল

শনিবার শহরের পৌর পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা গরিব-দুঃখী মেহনতিদের জন্য কাজ করে তাদের ওরা পছন্দ করে না। আমি বিশ্বাস করি, যদি ইসলামি অর্থনীতি বাস্তবায়ন করা হয়, তাহলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশ দারিদ্র্যসীমার ওপরে চলে যাবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মানবতা, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশ ভালো থাকবে, সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করতে পারবে।

নির্বাচন সম্পর্কে ফয়জুল করীম বলেন, সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। সবকিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ, এবার হবে ইসলামী বাংলাদেশ।

আরও পড়ুনঃ  দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

মাওলানা তসলিম হোসাইন সিকদারের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মাদ আরিফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675