ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে উত্তর কোরিয়ায় নিষিদ্ধ টটেনহ্যামের ম্যাচ

subadmin
February 16, 2025 6:16 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নানাবিধ ক্ষ্যাপাটে সিদ্ধান্ত আর পছন্দের কথা অজানা নয় কারোরই। কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশে নানা অদ্ভুত সিদ্ধান্তের জন্য প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এবারে দেশটির নতুন এক তথ্য হাজির হয়েছে খেলার দুনিয়ার সামনে। ইংল্যান্ডের বিখ্যাত গণমাধ্যম দ্য সানের সূত্রে উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য।

উত্তর কোরিয়ার যেকোনো টিভি চ্যানেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারের খেলা সম্প্রচারে নিষেধাজ্ঞার কথা উঠে এসেছে বৈশ্বিক গণমাধ্যমে। জানা গিয়েছে, প্রিমিয়ার লিগের এই ক্লাবে দক্ষিণ কোরীয় তারকা হিউয়েন মিন সন থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। শুধু টটেনহ্যামই না, প্রিমিয়ার লিগে যেখানেই দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় আছেন, সেসব দলের খেলা সম্প্রচারেই আছে নিষেধাজ্ঞা।

এই নিষেধাজ্ঞার কারণে কিম জং উন নিজেও তার প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ দেখতে পারছেন না। কারণ, পরের ম্যাচে ইউনাইটেড যে খেলবে স্পার্সদেরই বিপক্ষে। এছাড়া ফরোয়ার্ড হোয়াং হি চ্যান থাকার কারণে উলভস এবং ডিফেন্ডার কিম জি-সু থাকায় ব্রেন্টফোর্ডের খেলা সম্প্রচারও বন্ধ রয়েছে দেশটিতে।

খেলা সম্প্রচারেও দেশটিতে অদ্ভুত এক ঘটনার কথা জানিয়েছে ফক্স স্পোর্টস। তাদের প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ায় যেকোন ফুটবল ম্যাচ ৯০ মিনিটের পরিবর্তে ৬০ মিনিটে সম্প্রচার করা হয়। এছাড়া, খেলা মাঠে গড়ানোর প্রায় চার মাস পর দেশটির টিভিতে তা দেখা যায়। যার অর্থ, গতকালের ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসেলের মধ্যেকার ম্যাচ উত্তর কোরিয়ায় সম্প্রচারিত হবে জুন কিংবা জুলাই মাসে। নিউজ বুলেটিন প্রচারের পূর্বে দেখানো হয় এসব ম্যাচ।

দেশটির কেসিটিভিতে ব্যাপক পরিমাণে ফুটবল সম্প্রচারিত হয় বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ সাংবাদিক। একমাত্র সেখানেই আন্তর্জাতিক ম্যাচগুলো দেখানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্দেসলিগা, স্পেনের লা লিগা, ফ্রান্সের লিগ ওয়ান এবং ইতালির সিরি-আ প্রচারের অনুমোদন পেয়েছিল কেসিটিভি। পরের বছরে কেবল ইংলিশ প্রিমিয়ার লিগ সম্প্রচারের অনুমতি ছিল। এর সঙ্গে যুক্ত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপের ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।