• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪০

বেরোবিতে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় দুস্থ পরিবারের মাঝে খেলাফত মজলিস নেতারঈদ সামগ্রী বিতরণ

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  জাকাতের চেক বিতরণ করল ইসলামিক ফাউন্ডেশন

তিনি বলেন, নিয়মিত ক্লাসের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ও স্কিল ডেভলপমেন্ট কর্মকান্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এতে করে শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকান্ড থেকে দূরে থাকা এবং কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হবে ।

আরও পড়ুনঃ  পবিত্র শবে কদর আজ

উপাচার্য জানান, ক্লাসরুম ও আবাসনসহ শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে।

সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675