• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সিদ্ধান্ত আমি কখনোই মেনে নেব না

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৬

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সিদ্ধান্ত আমি কখনোই মেনে নেব না

অনলাইন ডেস্ক : ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার কোনও সিদ্ধান্ত কখনোই মেনে নেবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি ইউক্রেন নিয়ে দুই পরাশক্তির মধ্যে যে কোনও চুক্তিও প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়া ইউক্রেনকে বাদ দিয়ে রুশ প্রোসডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করা নিয়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন জেলেনস্কি। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এমন যে কোনও চুক্তিকে প্রত্যাখ্যান করার প্রতিশ্রুতি দিয়েছেন যেটাতে ইউক্রেন অন্তর্ভুক্ত নয়। তার মতে, ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনও বিশ্ব নেতাই ইউক্রেনের ভাগ্য নির্ধারণ করতে পারে না।

আরও পড়ুনঃ  সব দোষ জেলেনস্কি ওপর চাপাচ্ছেন ট্রাম্প

জেলেনস্কি এনবিসি নিউজকে বলেন, “সুতরাং ইউক্রেন সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনও সিদ্ধান্ত আমি কখনোই মেনে নেব না। আমাদের জনগণ এবং আমাদের প্রাপ্তবয়স্ক ও শিশু এবং সবাই (এমন কিছু মানবে না)। এটা হতে পারে না, আমাদের বিরুদ্ধে ইউক্রেনে এই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধে আমাদের জনগণের প্রাণহানি হচ্ছে।”

তিনি আরও বলেন, “(ইউক্রেনকে দেওয়া) সমস্ত সমর্থন, ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রে ঐক্য, দ্বিদলীয় ঐক্য (এবং) দ্বিদলীয় সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা এই সবের জন্যই কৃতজ্ঞ। কিন্তু বিশ্বে এমন কোনও নেতা নেই যিনি আমাদের ছাড়া, আমাদের সম্পর্কে পুতিনের সাথে সত্যিই একটি চুক্তি করতে পারে।”

আরও পড়ুনঃ  গাজায় বেড়েই চলেছে প্রাণহানি, ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ

ইউক্রেনের “সবচেয়ে বড় কৌশলগত অংশীদার” যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমাদের অভিন্ন পরিকল্পনা শেয়ার করতে প্রস্তুত”। কিয়েভেরও ইউরোপের সমর্থন প্রয়োজন বলে জোর দিয়ে জেলেনস্কি বলেন, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউক্রেন এবং রাশিয়ার থাকা উচিত।

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহারের বিষয়ে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে গেলে রাশিয়ার ইউরোপ দখল করার ঝুঁকি ১০০ শতাংশ। সমস্ত ইউরোপ নয়। তারা সেই দেশগুলো দিয়ে শুরু করবে, যারা আমাদের বড় বন্ধু, আর ছোট দেশগুলো যেগুলো সোভিয়েত ইউনিয়নে ছিল সেগুলোও। তারা শুরু করবে এবং আমরা দেখব কী জবাব দেওয়া হয়।”

আরও পড়ুনঃ  পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান

তিনি বলেন, “কিন্তু ইউরোপ কোনও জবাব দেবে না, কারণ তাদের কাছে তা নেই। তারা আত্মরক্ষা শুরু করবে। প্রতিটি দেশ নিজেকে রক্ষা করবে। এবং এই মুহূর্তে, রাশিয়া এই সমস্ত সাফল্য পাবে। আমি জানি না তারা কি চাইবে, ইউরোপের ৩০ শতাংশ বা ৫০ শতাংশ। আমি জানি না কেউ জানে না, তবে তাদের এই সম্ভাবনা থাকবে।”

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675